Skip to main content

"BIGG BOSS" SEASON 12 DAILY UPDATES

"BIGG BOSS" SEASON 12 DAILY UPDATES


সালমান খান Bigg Boss Host
সালমান খান Bigg Boss Host 

Deepika Kakkar Ibrahim Bigg Boss 12 এর ট্রফি জিতে নিয়েছে. ফাইনালে Deepak Thakur, Shrisant, Deepika ও Romil Chowdhury chilo কিন্তু দীপিকা জিতে যায়. Deepak ২০ লক্ষ নিয়ে ফাইনালে গিয়ে সরে যায় ও deepika ৩০ লক্ষ যেতে ও Bigg  Boss 12 এর ট্রফি।    

DECEMBER 11th 2018

Bigg  Boss প্রোগ্রামটি এখন খুব ভালো লাগছে কেননা আর বেশি দিন বাকি নেই. কালকে রোমিল এর শমী ঘর থেকে ফ্যামিলি মেম্বার এসেছিলো দেখা করতে। দীপিকার husband ও এসেছিলো Shoaib Ibrahim. Romil এর ওয়াইফ indirectly Shomi আর Romil এর friendship নিয়ে বুঝিয়েগেলেন। Shomi এর দিদি ও Shomi কে বোঝালেন সেইজন্য Romil র Shomi দুজনেই একটু  upset হয়ে গেছেন আর সবাই তাদের বোঝাবার চেষ্টা করছেন। দীপিকার husband ও Shreesant কে সালা হিসাবে মেনে নিয়েছেন কেননা দীপিকার কোনো ভাই নেই আর দীপিকা Shreesant কে  ভাই বলে। তো আপনারাও Bigg Boss দেখুন আর Relation এর টানাপোড়ন দেখুন। এই ঘর থেকে কত রিলেসন শুরু হয় আর আগেও হয়েছে তা ভাই বোনের হোক, বন্ধুর হোক বা ভালোবাসার হোক।

DECEMBER 10th 2018

কালকে  Bigg Bigg House এ contenstant দের  family member দের  entryহয়েছিল এতে সব প্রতিযোগীদের মধ্যে এক নতুন শক্তির সঞ্জয় হয়েছে তেমনি  emotional break downও দেখা যাচ্ছিল। দীপক এর বাবা তার ছেলের ব্যবহারের  জন্য সবার থেকে ক্ষমা চাইছিল এবং তার ছেলে তার  স্বপ্ন পুরণ করেছে সেইজন্য খুব খুশি হয়েছে জানালো।

Shreeshant এর  wife ভুবনেশ্বরী  দেবী  খুব  রেগে ছিলেন  সুরভীর  উপরে ওর  শ্রীশা ন্ত  কে  উল্টাপাল্টা বলার  জন্য। শ্রীশান্ত  এর মেয়ে  খুব  সুন্দর  ও তার ছেলেও।  

 Karanvir এর  যমজ  মেয়েরা  এসেছিলো তার মায়ের সাথে  TJ . মেয়ে  দুটি  খুব ছোট আর খুব সুন্দর  দেখলে  আর মুখ ফেরানো যায় না।  কারানভীর  তো  মেয়েদের  দেখে  খুবই  খুশি  হয়েছিল। চোখের  জাল কমছিল না। 


Rohit এর  মা ও এসেছিলো  আর সুরভী দাদাও এসেছিলো। সবার ফ্যামিলি মেম্বার রা  খুব খুশি ছিল  তাদের  পার্ফমেন্স  দেখে ঘরে।  সুরভী র দাদা ওর  Shreeshant এর  ওয়াইফ মধ্যে  হালকা  কথা কাটাকাটি  হয়েছিল।  

আজকে হয়তো রোমিল এর wife আর shomi এর দিদি আসবে আর Deepika এর হাসব্যান্ড Shoaib  আসবে।

RITESH DESHMUKH ENTERED BIGG BOSS HOUSE FOR "MAOLI" MOVIE PROMOTION


রিতেশ দেশমুখ তার নতুন মারাঠি মুভি "মাওলি" এর প্রমোশন এর জন্য Bigg Boss এর ঘরে ঢুকেছিলো। তিনি একটি গেম ও খেলেছিলেন housemate দের সাথে। তিনি সবার কমপ্লেইন্ট শুনে সবাই কে শাস্তি দিয়েছিলেন। যেমনি Karanvir  কে চাকি পিষতে দিয়েছিলেন, রোমিল আর সুরভী এক সাথে হাতকরী দিয়ে বেঁধে দিয়েছিলেন জাস্ট Fun করবার জন্য। তিনি মাওলি মুভিতে একজন পুলিশ এর character করছেন।
  
DECEMBER 8th 2018

কালকে Weekend Ka Var এ Salman Khan contestant Rohit Suchanti আর Surabhi Rana কে তাদের খারাপ ব্যবহারের জন্য খুব বকা দিয়েছেন। কেননা রোহিত অযথা সবাই কে irritate করে আর সুরভী অকারণে চিৎকার চেঁচামেচি করে সেইজন্য ঘরের লোকের খুব irritate হয় আর তারপরে যা তা বলে যেমনি শ্রীশান্ত খুব তাড়াতাড়ি রেগে যান আর গালাগালি দেন আর মারতে যান।  Bigg Boss এর ঘরের সব সদস্যকে Salman Khan একটু বকেছেন তাদের শুধু শুধু চিৎকার করার জন্য আর জোরে জোরে কথা বলার জন্য।

আজকে Bigg BossDouble Eviction হবে সেইজন্য সবাই খুব টেনশন এ আছে। আগের সপ্তাহে Eviction হয়নি সেইজন্য Double Eviction হবে এই সপ্তাতে। Bigg Boss আর বেশি দিন নেই শেষ হতে আর মাত্র তিন সপ্তাহ বেচেছে Finale থেকে সবাই Top Five এ যেতে চায় দেখতে থাকুন কে কে  Top Five এ নিজের জায়গা করে নিতে পারেন।

DECEMBER 7th 2018

আজকেও আপনারা দীপক ঠাকুর Break Down দেখতে পাবেন Bigg Boss এর ঘরে।  তাছাড়া ও তাদের ফ্যামিলি আসবে তাদের সাথে দেখা করতে।

Romil আর Shomi এর মধ্যে অনেক ঝগড়া হয় কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে একটা Soft Corner দেখা যাচ্ছে। সব ফ্রেন্ডস দের মধ্যেই ঝগড়া হয়ে থাকে কিন্তু তাদের মধ্যে একটা আলাদা feelings দেখা যাচ্ছে।

আজকে "Weekend  Ka Var" টেলিকাস্ট হবে আপনারা রেডি থাহুক Salman Khan কে দেখার জন্য।

Karanvir আর Salman  Khan এর রিলেশন অনেক আগের।  Karanvir  Salman Khan কে খুব ভালোবাসেন সেইজন্য সে তার স্ত্রী TJ এর খোলা চিঠি লেখার  কথা শুনে খুব Upset হয়েছিলেন। Salman Khan Karanvir  কে এক জোড়া Boots গিফট করেছিলেন চার বছর আগে আর বলেছিলেন যে তিনি এই জুতো জোড়া তার ফার্স্ট সুপারহিট Movie Maine Pyar  Kiya  তে পড়েছিলেন সেইজন্য যখন Karanvir  Famous হয়ে যাবেন তখন যেন জুতো জোড়াটি রিটার্ন করে  দেয় তাকে কিন্তু KaranVir বলেছিলো তাকে রিটার্ন করবে না. তিনি Housemate Rohit কে এই কথা শেয়ার করেছেন। তিনি Salman Khan এর খুব বড়ো ফ্যান সেইজন্য তার Wife  TJ  ওপেন লেটার লেখাতে Colors Channel কে যে "সালমান খান Karanvir এর dress Sense কে নিয়ে হাসাহাসি করেন শুনে খুব দুঃখিত"।

6 December 2018 updates

দীপক ঠাকুর Bigg Boss এর ঘরে ভেঙে পড়েছেন এবং নিজেকে bathroom এ বন্ধ করে নিজের উপর নিজেই আঘাত করেছেন কেননা না তিনি খুব guilt feel  করছেন টাস্কের পরে তিনি নিজেকে দোষী মনে  করছেন Shomi এর সাথে game  খেলার জন্য। Bigg  Boss এর ঘরে সবার কোনো কোনো সময় break down হয় কালকে দীপক ঠাকুরের হয়েছে। দীপক কে সবাই অনেক বোঝানোর চেষ্টা করছে। তিনি কিছুতেই Shomi ট্রাস্ট হারাতে চান না যাই হোক এ তো লেগেই থাকবে আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন।

5 December 2018 updates

আমি বিগ বসের অনেক বড় ফ্যান কিন্তু আগে বেশি ভাল হতো।  আপনারা সবাই জানেন বিগ বস এখন আর বেশি দিন বাকি নেই আর মাত্র 25 দিন বাকি আছে সেইজন্য বিগ বস এখন নানারকম twist আনা হছে যেমনি বিগ বস এ দীপিকা র husband Shoaib Ibrahim আর ShreeShant এর wife Bhuvneswari দেবী entry হবে Bigg Boss এ আরো সোনা যাচ্ছে KaranVir এর twins এর এন্ট্রি হবে হয়তো দেখা করার জন্য কেননা ShreeShant এর রাগের জন্য সবাই খুব চোটে গেছে বিশেষ করে দীপিকা আর Karanvir  তো আপনারা মজা নেয়ার জন্য রেডি থাকুন বিগ বসের নেক্সট এপিসোড কি হচ্ছে জানার জন্য।

Comments

Popular posts from this blog

BIOGRAPHY OF MADHURI DIXIT NENE (DHAK-DHAK GIRL)

BIOGRAPHY OF MADHURI DIXIT NENE (DHAK-DHAK GIRL) Madhuri Dixit Madhuri Dixit   বলিউড এর একজন জনপ্রিয় অভিনেত্রী। Forbes ম্যাগাজিনের অনুসারে তিনি 90s highest paid actress. Madhuri Dixit কে পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করা হয় 2008. তিনি 13 বার Filmfare Awards জন্য নোমিনেটেড হয় এটাও একটা রেকর্ড কেননা কোনো বলিউড এক্ট্রেস এতবার নোমিনেটেড হননি। তিনি 6 টি ফিল্মফেয়ারে অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি মোট 25 টি অ্যাওয়ার্ডস জিতেছেন। তিনি তার মিলিয়ন ডলার smile এর জন্য বিখ্যাত। তিনি একজন trained Kathak ডান্সার। তাকে " Expression Queen " ও বলা হয় আমার মনেহয় তার ফ্যান নেই এমন কোনো ভারতীয় আছে. তিনি সবার প্রিয়। তিনি খুব ভালো অভিনেত্রী, ডান্সার, ও খুব ভালো মনের মানুষ। তার ভুবন ভুলানো হাসির সবাই ফ্যান। তিনি 1999 সালে শ্রীরাম নেনে কে বিয়ে করার পর তার ছেলেদের বড় করার জন্য কিছুু বছরের জন্য America তে থাকেন তারপর আবার India তে রিটার্ন এসে সিনেমাতে কাজ করতে স্টার্ট করেন। তার দুটো ছেলে আছে. তিনি অনেকে টিভি শোতে জজ হন তার মধ্যে " Jhalak Dikhla Jaa ও Dance Deewane " অন্যতম...

BIOGRAPHY OF AJAY DEVGAN

BIOGRAPHY OF  "AJAY DEVGAN" অজয় দেবগন অজয় দেবগন একজন হিন্দি সিনেমা জগতের famous Actor, Producer, Director. তিনি Ajay Devgn FFilm কোম্পানির মালিক। তিনি প্রায় দুই দশক ধরে হিন্দি সিনেমায় অভিনয় করছেন। তিনি ১০০ এর বেশি হিন্দি সিনেমা তে কাজ করেছেন। UPCOMING MOVIES: "De De Pyar De, Total Dhamal, Taanaji, The Unsung Warrior, Channakya"  DATE OF BIRTH: 2 April 1969  BIRTH PLACE: দিল্লী AGE: 49 Height: 5 feet 10 inches. Profession: Actor, Director, Producer. ZODIAC SIGN: মেশ রাশি। REAL NAME: বিশাল ভীরু দেবগন। PARENTS: ভীরু দেবগন এবং বীনা দেবগন।  SPOUSE: কাজল (মুখার্জি) দেবগন।  সস্ত্রীক অজয় দেবগন  SIBLINGS: অনিল দেবগন, নিলাম দেবগন। SON: Yug দেবগন   DAUGHTER: Nysa দেবগন   FAVORITE CAR: Ferrari, Toyota Celica, Mercedes  Z  Class, Range Rover.  FAVORITE COLOUR :  কালো। FAVORITE FOODS: Chinese Bang-Bang Chicken, মাছের ঝোল আর ভাত, Roasted Chicken, Con...

BIOGRAPHY OF KANGANA RANAUT 3x NATIONAL AWARDS WINNER

BIOGRAPHY OF KANGANA RANAUT 3x NATIONAL AWARDS WINNER Kangana Ranaut Kangana Ranaut  বলিউড এর একজন সেরা অভিনেত্রী ও তিনবার National Awards Winner . Forbes ম্যাগাজিনে একশো জন Indian celebrity দের মধ্যে তার নাম পরপর পাঁচবার বেরিয়েছে.  কঙ্গনা ৪ টি ফিল্মফেয়ারে অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি আরো অনেক অ্যাওয়ার্ডস জিতেছেন। তিনি তার বোল্ড স্টেটমেন্ট এর জন্য বিখ্যাত। কঙ্গনা কে " Queen " ও বলা হয়.  তিনি খুব ভালো অভিনেত্রী, লেখক ও ডিরেক্টর । তিনি 2006 সালে Gangster সিনেমা থেকে Debut করেন। প্রথম সিনেমা তে তিনি Filmfare Award পান. তারপরে Queen, Fashion, Tanu Weds Manu Returns  সিনেমার জন্য তাকে National Awards দেওয়া হয়. কঙ্গনা সব থেকে কম বয়েসে National Awards পেয়েছেন সব ভারতীয় অভিনেত্রীদের মধ্যে মাত্র 22 বছর বয়েসে যেটা কিনা খুব গর্বের বিষয়। কঙ্গনা  হিটস মুভিস  মুভি   হলো    Gangster (2006) ,  Fashion (2008) ,  Queen (2014) ,  Once Upon a Time in Mumbaai ,  Tanu Weds Manu , Tan...