Skip to main content

About

KAKOLI KARMAKAR

STATUS: MARRIED

PROFESSION: MEDICAL LANGUAGE SPECIALIST

HOBBIES: BLOGGING, WRITING, READING, PLAYING MOBILE GAMES, TRAVELING, WATCHING MOVIES, COUNSELING.






ADDRESS
14 KARABI ROAD
PRAMATHANAGAR, PARSUDIH
JAMSHEDPUR-2
JHARKHAND



হ্যালো বন্ধুরা আমি কাকলি কর্মকার গত দশ থেকে এগারো বছর থেকে Google এর ফ্যান কি হলো অবাক হলেন তো তাহলে শুনুন আমি Google এর ফ্যান হলাম কি করে আসলে আমি একজন (US) Medical Transcriptionist হিসাবে ১০ থেকে ১১ বছর ধরে কাজ করেছি কিন্তু আমি উচ্চ শিক্ষিত না হওয়ার জন্য বা Bengali Medium ব্যাকগ্রাউন্ড এর জন্যই হোক আমাকে অনেক Struggle করতে হয় আমার প্রফেশন এ টিকে থাকার জন্য আর আমার সেই Struggle এ একমাত্র সাথী ছিল Google. আমাদের প্রফেশন এ Google Search করা একটা Must Part. আমি Google থেকেই সব Search করে করে আজকে যে টুকু জানি তার কৃপায়। আপনারা সবাই এটা তো মানেন যে Google এর কাছে সব প্রশ্নের উত্তর আছে যে কোনো topic হোক না কেন. আমি আমার প্রফেশনেই জন্যই একটু তারাতারি Google এ সার্চ করতে শিখে যাই যেটা কিনা আমার জন্য ও আমার মেয়ের জন্য আমি মনে করি আশীর্বাদ। আমার মেয়েও Google Search করে করে পড়েছে এখনো পড়ে।  সেইজন্য আমি Google কে খুব ভালোবাসি কেননা আমার সব প্রশ্নের উত্তর Google এ আছে। আমার মতে সবার যে যা জানতে চাই না কেন Google কাও কে নিরাশ করে না খালি Search করার টেকনিক জানলেই হলো সেটা কোনো বড় ব্যাপার নয় আজকের দিনে।

আমি Google এর Creator বা founder (Larry Page and Sergey Brin) দের অনেক ধন্যবাদ জানাই Google এর মতন একটা Search Engine বানাবার জন্য আর পৃথিবীর মানুষের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি জানি এর পিছনে অনেক লোকের যোগদান আছে।

আমি আমার কিছু পার্সোনাল ইস্যুর জন্য কাজ করছি না, কিন্তু আমি বেশিক্ষন ইন্টারনেট ছাড়া থাকতে পারি না কেননা অনেকদিনের অভ্যেস তো সহজে ছাড়া যায় না তাই Blogging স্টার্ট করেছি জানিনা success হবো কিনা কিন্তু আমার লেখা পরে যদি কারোর কিছু উপকার হয় বা Mood Fresh হয় তাতে কোনো অসুবিধা নেই। জানিনা আমার লেখা আপনাদের ভালো লাগে কিনা কেননা আমি খুব একটা কমেন্ট পাচ্ছি না।  ঠিক আছে কোনো ব্যাপার না আস্তে আস্তে শিখে যাবো Blogging করতে বা ভালো লিখতে। আমি লিখতে খুব ভালোবাসি কেননা লেখা আমার প্রফেশন ছিল। যদিও দুটো পুরো আলাদা Blogging আর Medical Transcription.
আমার অনেক দিনের স্বপ্ন ছিল Google এর রিলেটেড কিছু করার, Blogging তারমধ্যে সব থেকে আমার জন্য ঠিক মনে হলো কেননা আমার তো আর সেরম কোনো ডিগ্রী নেই যে গুগল আমাকে কাজ দেবে। যাই হোক আপনারা আমার লেখা ভালো লাগলে কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না। 

কাকলি কর্মকার (A Great Fan Of Google)

Comments

Popular posts from this blog

BIOGRAPHY OF MADHURI DIXIT NENE (DHAK-DHAK GIRL)

BIOGRAPHY OF MADHURI DIXIT NENE (DHAK-DHAK GIRL) Madhuri Dixit Madhuri Dixit   বলিউড এর একজন জনপ্রিয় অভিনেত্রী। Forbes ম্যাগাজিনের অনুসারে তিনি 90s highest paid actress. Madhuri Dixit কে পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করা হয় 2008. তিনি 13 বার Filmfare Awards জন্য নোমিনেটেড হয় এটাও একটা রেকর্ড কেননা কোনো বলিউড এক্ট্রেস এতবার নোমিনেটেড হননি। তিনি 6 টি ফিল্মফেয়ারে অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি মোট 25 টি অ্যাওয়ার্ডস জিতেছেন। তিনি তার মিলিয়ন ডলার smile এর জন্য বিখ্যাত। তিনি একজন trained Kathak ডান্সার। তাকে " Expression Queen " ও বলা হয় আমার মনেহয় তার ফ্যান নেই এমন কোনো ভারতীয় আছে. তিনি সবার প্রিয়। তিনি খুব ভালো অভিনেত্রী, ডান্সার, ও খুব ভালো মনের মানুষ। তার ভুবন ভুলানো হাসির সবাই ফ্যান। তিনি 1999 সালে শ্রীরাম নেনে কে বিয়ে করার পর তার ছেলেদের বড় করার জন্য কিছুু বছরের জন্য America তে থাকেন তারপর আবার India তে রিটার্ন এসে সিনেমাতে কাজ করতে স্টার্ট করেন। তার দুটো ছেলে আছে. তিনি অনেকে টিভি শোতে জজ হন তার মধ্যে " Jhalak Dikhla Jaa ও Dance Deewane " অন্যতম।  মাধুরী মানে

BIOGRAPHY OF AJAY DEVGAN

BIOGRAPHY OF  "AJAY DEVGAN" অজয় দেবগন অজয় দেবগন একজন হিন্দি সিনেমা জগতের famous Actor, Producer, Director. তিনি Ajay Devgn FFilm কোম্পানির মালিক। তিনি প্রায় দুই দশক ধরে হিন্দি সিনেমায় অভিনয় করছেন। তিনি ১০০ এর বেশি হিন্দি সিনেমা তে কাজ করেছেন। UPCOMING MOVIES: "De De Pyar De, Total Dhamal, Taanaji, The Unsung Warrior, Channakya"  DATE OF BIRTH: 2 April 1969  BIRTH PLACE: দিল্লী AGE: 49 Height: 5 feet 10 inches. Profession: Actor, Director, Producer. ZODIAC SIGN: মেশ রাশি। REAL NAME: বিশাল ভীরু দেবগন। PARENTS: ভীরু দেবগন এবং বীনা দেবগন।  SPOUSE: কাজল (মুখার্জি) দেবগন।  সস্ত্রীক অজয় দেবগন  SIBLINGS: অনিল দেবগন, নিলাম দেবগন। SON: Yug দেবগন   DAUGHTER: Nysa দেবগন   FAVORITE CAR: Ferrari, Toyota Celica, Mercedes  Z  Class, Range Rover.  FAVORITE COLOUR :  কালো। FAVORITE FOODS: Chinese Bang-Bang Chicken, মাছের ঝোল আর ভাত, Roasted Chicken, Continental Cuisines.      FAVORITE STARS: মধুবালা এবং অমিতাভ বচ্চন।

BIOGRAPHY OF KANGANA RANAUT 3x NATIONAL AWARDS WINNER

BIOGRAPHY OF KANGANA RANAUT 3x NATIONAL AWARDS WINNER Kangana Ranaut Kangana Ranaut  বলিউড এর একজন সেরা অভিনেত্রী ও তিনবার National Awards Winner . Forbes ম্যাগাজিনে একশো জন Indian celebrity দের মধ্যে তার নাম পরপর পাঁচবার বেরিয়েছে.  কঙ্গনা ৪ টি ফিল্মফেয়ারে অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি আরো অনেক অ্যাওয়ার্ডস জিতেছেন। তিনি তার বোল্ড স্টেটমেন্ট এর জন্য বিখ্যাত। কঙ্গনা কে " Queen " ও বলা হয়.  তিনি খুব ভালো অভিনেত্রী, লেখক ও ডিরেক্টর । তিনি 2006 সালে Gangster সিনেমা থেকে Debut করেন। প্রথম সিনেমা তে তিনি Filmfare Award পান. তারপরে Queen, Fashion, Tanu Weds Manu Returns  সিনেমার জন্য তাকে National Awards দেওয়া হয়. কঙ্গনা সব থেকে কম বয়েসে National Awards পেয়েছেন সব ভারতীয় অভিনেত্রীদের মধ্যে মাত্র 22 বছর বয়েসে যেটা কিনা খুব গর্বের বিষয়। কঙ্গনা  হিটস মুভিস  মুভি   হলো    Gangster (2006) ,  Fashion (2008) ,  Queen (2014) ,  Once Upon a Time in Mumbaai ,  Tanu Weds Manu , Tanu Weds Manu Return, Double Dhamal, Krish 3,  "Manikarnika" The Queen of Jhansi , Raaz, Ra